
নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব হিসেবে ডা. আব্দুস ছাত্তারকে মনোনীত করা হয়েছে।
২৬ অক্টোবর, শনিবার নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমিতির জরুরি সাধারণ সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অর্থোডক্সি চিকিৎসক ডা. মো. আনোয়ারুল হক কে আহ্বায়ক ও ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুস ছাত্তারকে সদস্য সচিব মনোনীত করে ৭ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। পরে এই কমিটি অপর ৫ জন সদস্য নির্বাচন করবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, নেত্রকোণা ডায়াবেটিক সমিতি ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ জেলায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব ও অসহায় রোগীরা এ প্রতিষ্ঠান থেকে ফ্রি চিকিৎসা পেয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য সংখ্যা ৬২ জন। তন্মধ্যে নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ১৩ জন। রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে ইতোমধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা সম্ভব হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে নেত্রকোণা ডায়াবেটিক সমিতি এই জেলায় অল্প সমেয়র মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও অভিমত ব্যক্ত করেছেন জেলার সচেতন মহল।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]