
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে জেলার মির্জাগঞ্জ উপজেলায় সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে অন্তত পাঁচটি ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
সাগর উত্তাল থাকার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সৈকতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে এবং সিপিপি স্বেচ্ছাসেবক টিমও কাজ করছে।
পায়রা সমুদ্রবন্দরসহ দেশের অন্যান্য সমুদ্রবন্দরে আজও তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে। জেলায় সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় পটুয়াখালীতে সর্বাত্মক প্রস্তুতি নেয় জেলা প্রশাসন। ঝড়টি বৃহস্পতিবার রাতে ভারতের উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]