
গাইবান্ধার সাঘাটায় ১০ হাজার দুইশ পিস ইয়াবাসহ শাহাদত হোসাইন মন্ডল ওরফে ছায়দার (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার জুমারবাড়ীর ইউনিয়নের আমদিরপাড়া গ্রাম নামক স্থান থেকে তাকে গ্রেফতার করেন গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তর।
গ্রেফতারকৃত শাহাদত হোসাইন মন্ডল ওই গ্রামের মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে।
মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাদত হোসাইন মন্ডল ওরফে ছায়দারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ১০ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/খালেক/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]