
এমপিওসহ তিন দফা দাবিতে ঢাকায় শিক্ষা ভবনের সামনে কর্মসূচি চলাকালে পুলিশি হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন নামের সংগঠন।
২৩ অক্টোবর, বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন সাধারণ শিক্ষকরা।
বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এসএম দারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু কায়েমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কে›ন্দ্রীয় সভাপতি নেকবার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের প্রভাষক পারভীন আক্তার, বাবুল আক্তার, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের প্রভাষক ইয়ারুল ইসলাম, দৌলতপুর কলেজের প্রভাষক আব্দুর রহমান, পোড়াদহ কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম ও কুষ্টিয়া ইসলামীয়া কলেজের ছাত্র মৃদুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩২ বছর ধরে আমরা এমপিও ছাড়ায় ৩ হাজার ৫০০ শিক্ষক বিনা বেতনে চাকুরি করে মানবেতর জীবন-যাপন করছে। আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামলে পুলিশ অতর্কিত হামলা চালায়। পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানায়। পাশাপাশি দ্রুত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।
এতে কুষ্টিয়ার বিভিন্ন বেসরকারি কলেজের নন এমপিও শিক্ষকরা অংশ নেন।
বিবার্তা/শরীফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]