চিলমারীতে পুড়িয়ে ফেলা হলো ১৫ টি কারেন্ট জাল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৪:৪৯
চিলমারীতে পুড়িয়ে ফেলা হলো ১৫ টি কারেন্ট জাল
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কুড়িগ্রামের চিলমারীতে ৩২ পিচ মা ইলিশ জব্দ ও ১৫ হাজার মিটারের ১৫ টি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।


২২ অক্টোবর, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মপুত্র নদ অববাহিকার অষ্টমীরচর, নয়ারহাট, চিলমারী ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট এ অভিযান পরিচালনা করা হয়েছে।


পরে রমনা ঘাটে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন এসব জব্দকৃত জাল পুড়িয়ে ফেলেন ও ধরা পড়া মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা, পুলিশ ফাঁড়ির আইসি ফেরদৌস আলম প্রমুখ।


মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা জানান, মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন সময়ে নদীতে মাছ ধরা নিষেধ।


বিবার্তা/রাফি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com