
রাজশাহীর পুঠিয়াতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে দুইটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বেলপুকুর থানায় জিডি করে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]