
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার বিভিন্ন বাজার মনিটরিং করেছেন প্রশাসন।
২২ অক্টোবর, মঙ্গলবার দুপুরে নিত্য প্রয়োজনীয় শাক সবজিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং করা হয়।
মনিটরিং টিমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। এসময় দোকানে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, নির্ধারিত মূল্য তালিকা না থাকাসহ চড়ামূল্যে বিক্রির অপরাধে পাঁচ দোকানদারকে বিভিন্ন ধারায় ৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসাদুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সালমা আক্তার বলেন, নিত্যপণ্যের বাজারে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে ক্রেতাগণ সরকার নির্ধারিত মূল্যে নিত্য পণ্য ক্রয় করতে পারে সেজন্য আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। দোকানে পণ্য তালিকা দেখে ক্রেতাদের পণ্য ক্রয় করতে অনুরোধ জানান। পাশাপাশি তিনি প্রত্যেক দোকানদারকে পলিথিন ব্যাগ ব্যবহার করতে নিষেধ করেন।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]