
"ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
২২ অক্টোবর, মঙ্গলবার সকালে শহরের পুরাতন পুলিশ লাইন এর সামনে নিরাপদ সড়ক চাই সংগঠনের বাগেরহাট জেলার উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
এদিকে দিবসটি উপলক্ষ্যে বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজন বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিআরটিএর সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে পথচারী যানবাহনের চালক সহ সড়ক ব্যবহারকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানান।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]