জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৫:০৪
জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত হয়েছে।


২২ অক্টোবর, মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে জামালপুর জিলা স্কুলে হাত ধোয়া শেখানো ও আলোচনা সভার আয়োজন করে।


শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শেখানোর পর জিলা স্কুলের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা বলেন, আমাদের সকলের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের বিভিন্ন অসুখ-বিসুখ থেকে সুস্থ রাখতে অভিভাবকদের হাত ধোয়ার প্রতি খেয়াল রাখতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা সকলেই রোগ-জীবাণু প্রতিরোধ করতে পারব।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com