
হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া মাহাবুব হত্যা মামলায় তার একদিনের রিমান্ড এবং আরও দুটি মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট চন্দন কুমার পালের বিরুদ্ধে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন চন্দন কুমার পাল।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]