ঝিনাইগাতীতে বন্যার্ত ৬০ পরিবারকে অর্থ সহায়তা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৭:২১
ঝিনাইগাতীতে বন্যার্ত ৬০ পরিবারকে অর্থ সহায়তা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।


২১ অক্টোবর, সোমবার উপজেলার খাদ্য ব্যবসায়ীর হলরুমে শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মোতালেব।


এতে প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্য মো. সোহাগ মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আব্দুল মান্নান, গৌরিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মো. আব্দুল মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্য হোসাইন মাহমুদ শাকিল প্রমুখ।


বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্যোগগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এই সহায়তা সামান্য হলেও তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সহায়ক হবে।


এছাড়াও বক্তারা বন্যাপরবর্তী পুনর্বাসন ও সহায়তার জন্য সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com