ফেনীতে টাস্কফোর্সের অভিযান, দুই আড়তদারকে জরিমানা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৬:৪৬
ফেনীতে টাস্কফোর্সের অভিযান, দুই আড়তদারকে জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে অতিরিক্ত দামে ডিম বিক্রির দায়ে দুই আড়তদারকে জরিমানা করা হয়েছে।


২১ অক্টোবর, সোমবার দুপুরে জেলা টাস্কফোর্সের অভিযানে এ জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।


জানা গেছে, অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় হর্কাস মার্কেটের ডিমের আড়তদার নাজমুল ট্রেডার্স ১০ হাজার ও দিহান অ্যাগ্রো ফার্ম ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো কাউছার মিয়া জানান, সম্প্রতি সারাদেশে ডিম, সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। সরকার নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতিটি জেলায় টাস্কফোর্স কমিটি গঠন করে। এ কমিটি জেলার বিভিন্ন উপজেলায় হাট বাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সচেতন ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে। আইন অমান্য করলে জেল ও জরিমানা করা হচ্ছে।


এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ফেনী শহরের হকার্স মার্কেটে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় দুই আড়তদারকে জরিমানা ও অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


টাস্কফোর্সের অভিযানে খাদ্য পরিদর্শক জাফর ইকবাল, জেলা কৃষি বিপণন অফিসার হারুন উর রশিদ, ক্যাব প্রতিনিধি সৈয়দ মনির আহমদ ও আহমেদুল হক খোকনসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান টাস্কফোর্সের সদস্যবৃন্দ।


বিবার্তা/মনির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com