জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৬:২৮
জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসির শিক্ষার্থীরা।


২১ অক্টোবর, সোমবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।


ঘণ্টাব্যাপী মানববন্ধনে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী কিবরিয়া গোলাম মহসিন, আশরাফুন নাহার, আনিসুর রহমান, সোহান আহমেদ, তাকুয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস জান্নাতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা।


বক্তারা আরও বলেন, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকুরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রাখা। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা।


ব্যাচেলর ফার্মাসিস্টসহ সকল অনুষদের বিএসএসি ও এমএসসি কোর্স চালু, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা দাবি তুলে ধরেন। এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com