
দিনাজপুরের হাকিমপুর হিলিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লায়লা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, ডা. কামরুন্নাহার আজাদী, ডা. প্রিতম, ড. হুমায়ুন কবির, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই হামিদ সহ আরো অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, হাকিমপুর উপজেলায় ৪ হাজার ৮শ ৬৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে প্রথম ১০ দিন। বিভিন্ন স্কুলে (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ম থেকে ৯ম শ্রেণির কিশোরীদের এসব টিকা দেওয়া হবে এবং ৯৬টি কেন্দ্রের মাধ্যমেও টিকাদান কর্মসূচি চলবে।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]