
জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদের সদস্যদের অপসারণ না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউপি সদস্যরা।
২০ অক্টোবর, রবিবার দুপুরে উপজেলার অডিটোরিয়াম থেকে ইউপি সদস্যদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।
এসময় ইউপি সদস্য বলেন, ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেনি। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণকে সেবা দেওয়ার জন্য। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]