শিরোনাম
নির্বাচনের কোন তাড়া নেই, তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে: নূর
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৩:১৩
নির্বাচনের কোন তাড়া নেই, তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে: নূর
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমাদের নির্বাচনের কোন তাড়া নেই, তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে। আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ বাংলাদেশে তিনশত আসনে প্রার্থী দেবে । বিগত সরকারগুলোতে যারাই ছিল তারাই অবৈধ সম্পত্তির মালিক বনে গেছে।


১৯ অক্টোবর, শনিবার বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় ।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সন্তান ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণসমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাধাওয়াত হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে ডাকসু সাবেক ভিপি নূর বলেন, আমাদের উপর চরম নির্যাতন করা হয়েছে । তারপরও আমরা মাথা নত করিনি। আমরা ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি । মার খেয়েছি । আটক হয়েছি। পুলিশ রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে। মানুষের জন্য কাজ করতে এসেছি । বাংলাদেশকে সংস্কার করতে হবে।


নূর আরও বলেন, এই সরকার আমাদেরই সরকার । এই সরকারকে সহায়তা করতে হবে । তবে সরকার কেউ জনগণের পালস বুঝতে হবে । যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তা কমাতে হবে যেকোন ভাবে ।


আগেকার সরকারগুলোতে যারা ছিল মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই লুটপাট করেছে ইচ্ছে মতো। সবার বাড়ি দেশের বাইরে । বিশাল বিত্তবৈভবের পাহাড় গড়েছে বিভিন্ন দেশে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে । ছাত্র আন্দোলনের হতাহতদের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে যারা হত্যা করেছে, আহত করেছে তাদের বিচার করতে হবে দ্রুত।


তিনি আরও বলেন, আমরা এমন কোন দল গঠন করিনি যে, ১০ বছর পরে বা ২০ বছর পর দাঁড়ি কামিয়ে, ক্লিন সেভ করে দেশ ছেড়ে পালিয়ে যাবো । আমাদের পাশে থাকুন । টাকার কাছে বিক্রি হবেন না। সুন্দর দেশ গঠনে সবাই এগিয়ে আসুন ।


ঝিনাইদহ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনের সঞ্চালনায় সমাবেশে ঢাকা, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।


বিবার্তা/রায়হান/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com