
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাই ও ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখতে পাইকারি ডিমের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে তিনটি আড়তে মূল্য তালিকা না থাকায় জরিমানা আদায় করে সংস্থাটি। এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় আরো একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
১৯অক্টোবর, শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বিপ্লবসহ কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করায় ডিম ব্যবসায়ী লিমন স্টোরকে ৩ হাজার টাকা, সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোরকে ১ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় মিতালী ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিবার্তা/রবিন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]