শেরপুরে এক হাজার বন্যার্ত পরিবার পেল খাদ্যসামগ্রী
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ২১:২৫
শেরপুরে এক হাজার বন্যার্ত পরিবার পেল খাদ্যসামগ্রী
ঝিনাইগাতী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে গত ৩ অক্টোবর দিবাগত রাতের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এতে তীব্র খাবারের সংকট দেখা দেয়।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া, কোনাগাঁও, কাংশার মুক্তিরবাজার, পানবর, নলকুড়ার কুশাইকুড়া এলাকা পরিদর্শন করেন তিনি।


এ সময় বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, হলুদ-মরিচের গুঁড়ো, লবণ, মোম, দিয়াশলাই, ওরস্যালাইন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এছাড়া ১ হাজার মানুষের মাঝে এক লাখ টাকা বিতরণ করেন তিনি।


খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।


বিবার্তা/জাহিদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com