
কুষ্টিয়ার মিরপুরে ৯ম শ্রেণির ছাত্রী উম্মে ফাতেমাকে অপরহণ করে গণধর্ষণসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দবিতে মানববন্ধন করেছে মিরপুর উপজেলাবাসী।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মিরপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে পরিবারের স্বজনরা, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে পরিবার সদস্যরা দাবি করেন, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে বলা হচ্ছে গ্যাং রেপের কথা অথচ সেই গ্যাং রেপের সাথে কারা জড়িত তাদের শনাক্তসহ গ্রেফতার না করেই দায়সারা গোছের চার্জশীট দেয়ার চেষ্টা করছে পুলিশ।
নিহতের পিতা সাইফুল ইসলামের অভিযোগ, ২০২১ সালের জুলাইয়ে সংঘটিত এই ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে পারেনি।
অবিলম্বে ফাতেমা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]