
ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এ দাবি জানান।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও এবং মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, পত্রিকা মারফত জানা গেছে সরকার ২০২৫ খ্রিষ্টাব্দে ঈদের ছুটি ৫ দিন ও দূর্গাপূজার ২দিন করার চিন্তাভাবনা করছেন। সরকারের এই শুভ চিন্তাকে স্বাগত জানিয়েছেন খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
পাশাপাশি তাঁরা খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ইস্টার সানডে উপলক্ষে ১দিনের সরকারি ছুটি ঘোষণারও জোর দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সুবিবেচনা করে খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনেরও প্রতাশা পূরণ করবেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]