
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের (৭০) জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১ টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তিনি রাজধানীতে ছেলের বাসায় মারা যান।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের নেতৃত্বে নিহত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মো. রহিমুদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুল কদ্দুছ, ফজলুল হক, ইকবাল হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বিবার্তা/হুমায়ুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]