
শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
চন্দনের বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফারুক মজুমদার।
তিনি জানান, বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় নিরাপত্তাকর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]