ভালুকায় সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ২০:২৩
ভালুকায় সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়ক ও জনপথ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


১৫ অক্টোবর, মঙ্গলবার সকাল থেকে মডেল থানা পুলিশ, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও ট্র্যাফিক পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীনূর খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান।


এ সময় শতাধিক দোকানঘর ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়।


উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা বলেন, মহাসড়কের দু’পাশে অবৈধ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন।


বিবার্তা/সাজ্জাদুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com