
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।
সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মধুমতি নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান ও বড়দিয়া নৌ-পুলিশ অভিযান চালিয়ে এ জাল জব্দ করেন।
উপজেলা মৎস্য সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত লোহাগড়া উপজেলার মধুমতি নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে প্রশাসন। পরে প্রকাশ্যে সন্ধ্যায় উপজেলার কোটাকোল খেয়াঘাটে সব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে। এ জালের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা। তবে অভিযান চলাকালে কোনো জেলে কে আটক করতে পারেনি নৌ-পুলিশ।
লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মাসুম খান, বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শামচুল হক ও নৌ-পুলিশ সদস্যরা।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]