শেরপুরে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৬:০২
শেরপুরে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষক কোনো দলের হতে পারে না শিক্ষক হতে হবে দল নিরপেক্ষ, তারা সম্মানিত, তাদের আদর্শে আজকের শিশুরাই আগামী দিনের বড় সম্পদ হিসেবে গড়ে উঠবে। তাই আপনাদেরকে আদর্শিক শিক্ষক হিসেবেই শিক্ষাদান করতে হবে।


তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি৷ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন। একই সঙ্গে বৈষম্যের দিন শেষে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় সভাপতিত্ব করেন ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, ভারুয়া দাখিল মাদরাসার সুপার মো. ফজলুর রহমান প্রমুখ।


এ সময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com