
'স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ' এই প্রতিপাদ্যে নেত্রকোণায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৫ অক্টোবর, মঙ্গলবার সকালে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে হাত ধোয়া কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. মামুন খন্দকার, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, নেত্রকোণা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, সদর উপজেলা প্রকৌশলী আকাশ বসাকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]