ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:৩৩
ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে ‘দুর্যোগ প্রশমন দিবস-২০২৪’ পালিত হয়েছে।


১৩ অক্টোবর, রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এস এম আল-আমিন, ওসি মো. মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সমাজসেবা অফিসার মশিদুল হক, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান মো. নাছির উদ্দিন, ফায়ার সার্ভিস ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা রেডক্রিসেন্ট টিম লিডার সাব্বির হোসেন প্রমুখ।


সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা এবং দুর্যোগ থেকে থেকে বাঁচতে হল টেকসই বেড়িবাঁধ, নদী ভাঙ্গনরোধে কাজ করতে হবে, ঝড় ও জলোচ্ছ্বাসের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ আশ্রয় চলে যেতে হবে।


বিবার্তা/শামীম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com