
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপ চত্বরে প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে সভাপত্বি করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির।
উল্লেখ্য, এর আগে গত দুইদিনে প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক বন্যার্তদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
বিবার্তা/এসবি/মনির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]