বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৫৯
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।


রবিবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।


জানা গেছে, আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনেরা ছোটাছুটি শুরু করে। অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।


হাসপাতালের উপপরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক সার্কিট বোর্ডে শর্ট সার্কিট থেকে ধোঁয়া বেরুতে থাকে। তীব্র ধোঁয়া হাসপাতাল ভবনের পুরো পাঁচতলায় ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ধোঁয়া বের হওয়া বন্ধ হয়নি।


তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে সেখানে থাকা প্রায় ৫শ রোগীকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে। তাদের হাসপাতালের পুরোনো ভবনে নিয়ে চিকিৎসা চালিয়ে নেওয়া ব্যবস্থা করা হচ্ছে।


ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি হাসপাতালের উপপরিচালক।


হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন শামিম আহম্মেদ বলেন, ধোঁয়ায় সব আচ্ছন্ন হয়ে যাওয়ার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে আসতে থাকে।


তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।


বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচতলার কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বলা যাচ্ছে না।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com