রাজধানীর তাঁতীবাজারের পূজামণ্ডপে ‘পেট্রোল বোমা’ ছুড়ে মারার পর হামলাকারীদের ছুরিকাঘাতে পাঁচজন আহত হওয়ার ঘটনাটিকে ‘ছিনতাই’ হিসেবে তুলে ধরে কোতয়ালি থানায় মামলা করেছে পুলিশ। আরও মামলা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
১২ অক্টোবর, শনিবার পুলিশ এই মামলা করে বলে জানিয়েছেন ওসি এনামুল হাসান।
তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় দণ্ডবিধির ৩৯২ ধারায় শুধু একটি মামলা হয়েছে। আর পেট্রোল বোমা উদ্ধার সেই সাথে ছিনতাইকারীদের ধরতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে আরেকটি মামলা হবে।”
‘ছিনতাইকারীদের’ কাছে একটি সোনার চেইন পাওয়ার কথা দাবি করে লালবাগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, “যার চেইন ছিনতাই হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না। তবে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।”
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে জানিয়ে ওসি এনামুল বলেন, আদালত রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন, আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজার মহা অষ্টমীতে তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি ‘পেট্রোল বোমা’ ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ভিড়ের মধ্য থেকে একজন কিছু একটি ছুড়ে দিচ্ছে প্রতিমার দিকে। সেখানে আগুন ধরলেও উপস্থিত লোকজন তা নিভিয়ে ফেলে।
কাচের বোতলটি অবিস্ফোরিত অবস্থায় পরে উদ্ধার করা হয়।
হামলাকারীদের ছুরিকাঘাতে মণ্ডপের চারজন স্বেচ্ছাসেবকের আহত হওয়ার তথ্যও পাওয়া যায় তাৎক্ষণিকভাবে। পরে জানা যায় আহতের সংখ্যা পাঁচ। তাদেরকে রাজধানীরই মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁতীবাজার মণ্ডপে শুক্রবার রাতের ঘটনা নিয়ে ওসি এনামুল বলেন, রাত ৮টার দিকে ছিনতাইকারীরা এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করলে স্থানীয় লোকজন বাঁধা দেয়। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালনরত পাঁচজন আহত হন।
একই সময় ছিনতাইকারীরা একটি বোতল ছুঁড়ে মারলেও তা বিস্ফোরিত হয়নি। মুখে সলতে লাগানো সবুজ কাঁচের বোতলটি পরে পুলিশ উদ্ধার করেছে।
ওই হামলার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
পরে নাহিদ ইসলামকে উদ্ধৃত করে তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতিকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]