ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৃত রিক্সা শ্রমিকদের বঞ্চিত করে রিক্সা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রদত্ত লাইসেন্স বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
১২ অক্টোবর, শনিবার দুপুরে শহরের লোকনাথ টেংকের পাড় মাঠে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিল পূর্বে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. ইমরান হোসেন জয়ন্ত, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, অর্থ সম্পাদক মো. জাকির মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা থেকে সিন্ডিকেট করে শ্রমিকলীগ সহ দলীয় নেতাকর্মী এবং তাদের আত্মীয়স্বজনদের নামে মোটা অংকের টাকার বিনিময়ে নির্বিচারে ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে। এতে প্রকৃত রিক্সা ও ভ্যান শ্রমিকরা তাদের ন্যায্য লাইসেন্স থেকে বঞ্চিত হয়ে শহরের চলাচল করতে পারে না। বক্তারা ব্যাটারিচালিত অটোরিক্সার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদানের জোড় দাবি জানান। অন্যথায় সকল রিক্সার চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন তারা।
এছাড়াও বক্তারা বলেন, সিএনজি অটোরিক্সার প্রতিদিনের ভাড়া যেখানে ৬শ টাকা, সেখানে রিক্সার ভাড়া কীভাবে ৫শ টাকা নেয় রিক্সা মালিকরা। মালিকরা ভাড়া বেশি নেওয়ার ফলে সাধারণ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে হয় চালকদের। এতে রিক্সা চালক ও সাধারণ যাত্রীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তাই রিক্সা মালিকরা যদি ভাড়া কমিয়ে আড়াইশ থেকে ৩শ টাকা করে নেয় তাহলে চালকরাও ভাড়া কমিয়ে নিতে পারবে। এতে সাধারণ যাত্রীরাদেরও আর ভোগান্তি হবে না। সভায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিপুল সংখ্যক রিক্সা চালক ও রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে টরংকের পাড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কুমার্শিয়াল মোড়, সদর হাসপাতাল রোড, পুরাতন কাচারি রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি পাড় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে গিয়ে শ্রমিক দলের শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]