হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা জামায়াতের আমীর
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ২২:৪৮
হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা জামায়াতের আমীর
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নবমী ও দশমীর দিনে হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন ও কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।


শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় পৌর শহরের চন্ডিপুর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং পরে হাকিমপুর সরকারি কলেজ হরিজন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আমীর।


জেলা আমীর আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রীয় আমীর ড. শফিকুর রহমান বলছেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৫ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।


তিনি আরও বলেন, দেশটা কে এগিয়ে নিতে আসুন আমরা সবাই একই ঐকমত্যে পৌঁছায় অন্যায় যেখানে প্রতিরোধ গড়ে তুলবো সেখানে।


এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ জেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, বায়তুল মাল বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ মাষ্টার, মো. মফিজুল ইসলাম সহ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com