নড়াইলের লোহাগড়া থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১অক্টোবর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১০ অক্টোবর পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশের প্রেস বিজ্ঞতিতে জানানো হয়েছে, লোহাগড়ায় জিআর ওয়ারেন্টভুক্ত ৯ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন ও পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মূলে ৩ জন মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিআর মামলায় আটককৃতরা হলেন, আহম্মদ শেখ(৩৯), মটুক শেখ (৩২), মনির শেখ (৪৩), হুমায়ুন মোল্যা (৩৪), ইউসুফ মোল্যা (৪৯), মিরাজ মোল্যা (৪৫), বাশার মিয়া (৪০), মাফুজার রহমান (৩৯),বনি আমিন (৩৬)। সিআর ওয়ারেন্টভুক্ত লাবলু মোল্যা (৩০)। একইসাথে পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মূলে গ্রেফতার করা হয়েছে মো.আকাশ (২২), বিপ্লব শেখ (৩০), সজল শেখ (২০)।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]