নেত্রকোনার
পূর্বধলায় বন্যার্তদের মাঝে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের ত্রাণ বিতরণ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২২:০৬
পূর্বধলায় বন্যার্তদের মাঝে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের ত্রাণ বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রবল বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের নয়টি পরিবারসহ আশেপাশের এলাকা প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যায়।


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন ও সদস্য সচিব আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে।


শুক্রবার (১১অক্টোবর) সকাল থেকে ধলামূল গাও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


৫০টি অসহায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, ১ কেজি চিনি, ৩ প্যাকেট বিস্কুট, মোমবাতি, ম্যাচ, বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলনেতা রুহুল আমিন রুমন, এস এম সোহাগ মিয়া , কামরুজ্জামান রাকিব তহিদুজ্জামান মোহন, সাব্বির শাহারিয়া, তানভীর আহমেদ খান অনিক,নূরুল আমিন সাব্বির, ওমর ফারুক, ওয়াসিম আকরামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/জনিএসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com