শিরোনাম
আরএমপি'র
দামকুড়া থানার অভিযানে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ২৩:২৪
দামকুড়া থানার অভিযানে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা প্রদানের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ও বিএনপি অফিস পোড়ানো মামলার এক আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।


গ্রেপ্তারকৃত আসামি মো. ইব্রাহিম আলী (৪০)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বিন্দারামপুরের মৃত আব্দুল হামিদের ছেলে ও ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।


১০ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২ টায় আরএমপি'র দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের দিকনির্দেশনায় এসআই আলী আকবর আকন্দ ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ইব্রাহিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।


গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ঘটনা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধা দেওয়ার জন্য আসামি ইব্রাহিমসহ অন্যান্য আসামিরা দামকুড়া হাটের বিএনপি অফিস পুড়িয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সংক্রান্ত গত ২৮ আগস্ট দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com