
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এবারের দুর্গাপূজা ঘিরে ব্যাপক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৯ অক্টোবর, বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব ।
প্রতিটি মণ্ডপ ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। এছাড়া প্রতিটি মণ্ডপে পূজা চলাকালে সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং অন্যান্য বাহিনী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহের নেতৃত্বে একটি টিম ৯ অক্টোবর, বুধবার উপজেলার ১২৯ টি পূজা মণ্ডপের সবগুলোর প্রস্তুতি দেখভাল করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর নাজিরপুর উপজেলায় ১২১ টি পূজা মণ্ডপে সার্বজনীন শারদীয় দুর্গা পূজার উৎসব পালিত হচ্ছে, এবং ৮ টি পূজা মণ্ডপে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
প্রতিটি পূজা মণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে যেন কোন রকমের অনিয়ম, অতি শব্দে অপ্রীতিকর গান বাজনা না বাজানো হয়, কোনোরকম জুয়ার বোর্ড চালু না থাকে ইত্যাদি বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি, ৮ জন আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় একটি টিম সবসময় কাজ করছে। সর্বাধিক নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরায় আওতাভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, বিসর্জন হবে ০৯ টি মণ্ডপের প্রতিমা। এদের মধ্যে সাধারণ পূজা মণ্ডপ ৪৬ টি, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ৪২ টি, অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ৩৩ টি, ২৯ জন অফিসারের সমন্বয়ে ট্যাগ অফিসার নিয়োগ ০৯ ইউ.পি'তে, ১৭১ সদস্য বিশিষ্ট ভিজিল্যান্স টিম গঠন ৯ ইউ.পি তে, ১৯ জন অফিসার ও জনপ্রতিনিধির সমন্বয়ে মনিটরিং কমিটি ০১ টি, ১৬ জন কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কন্ট্রোল রুম ০১ টি (ইউএনও কার্যালয়)।
তিনি আরো বলেন, ইতিমধ্যে ১২১ টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২১৩৩ জনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন ১২১ টি, প্রতিটি মণ্ডপে ৪-৮ সদস্যের আনসার টিম গঠন করে নিয়োগ দেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহলের ব্যবস্থা করা হয়েছে, যে কোন জরুরি অবস্থার জন্য ডাক্তার ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে।
বিবার্তা/মশিউর/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]