
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ শাহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।
০৯ অক্টোবর, বুধবার রাত ৯ টার দিকে দর্শনা মোবারকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহারুল ইসলাম একই এলাকার পেয়ার আলীর ছেলে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।
অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তল, দু’রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবেদীন জানান, আটক শাহারুল ইসলামকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/আসিম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]