নরসিংদীতে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২০:১১
নরসিংদীতে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে নরসিংদীতে বুধবার (৯ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহা দশমীর মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই পূজা শেষ হবে আগামী ১৩ অক্টোবর (রবিবার)। আর এই উৎসবকে ঘিরে নরসিংদীতে ৩৩২টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় এখন চলছে রং তুলির আচর। গেইট নির্মাণ ও লাইটিংয়ের কাজ।


নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ জানান, জেলায় ৩৩২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৯৭ টি, শিবপুরে ৬৮ টি, রায়পুরায় ৫৮ টি,মনোহরদীতে ৪৬ টি, পলাশে ৪২ টি এবং বেলাবোতে ২১ টি।


ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে নিবিঘণে সম্পন্ন করতে সাম্প্রদায়িক সৌহার্দ্যরক্ষায় সর্বোচ্চ সতর্কতানিয়ে প্রস্তুত জেলা প্রশাসন।


কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব ও বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন, সদস্য সচিব মন্জুর এলাহী এবং জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বিদের নিয়ে ইতিমধ্যে কয়েক দফা সভা করেছেন। তারা নিবিঘের্œ পূজা করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও পূজারীবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়েছেন। মন্দিরগুলোতে কড়া নিরাপত্তাসহ সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।


নরসিংদী শহরের সেবা সংঘ দুর্গামন্দির, বাগবিতান ক্লাব দুর্গামন্দির, শিববাগ দুর্গামন্দির, পশ্চিমকান্দাপাড়া যুবক সংঘ দুর্গামন্দির, বৌয়াকুড় দুর্গামন্দির, টেকপাড়া দুর্গামন্দির গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে প্রতিমা ও বিগ্রহতে রং তুলির আচড় দিচ্ছেন প্রতিমা শিল্পীরা।


প্রতিমা শিল্পী সঞ্জিত পাল, রতন পালসহ অন্যান্যরা জানান, বৃষ্টি ও প্রাকৃতিক দুযোর্গের কারণে খড় ও মাটি পেতে অনেকটা বেগ পেতে হয়েছে। তার ওপর এবার মণ্ডপে রেখেই প্রতিমা ও অন্যান্য দেবতার বিগ্রহ তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে সময় পুষিয়ে নিতে ঘাম ঝড়াতে হচ্ছে। রংসহ অন্যান্য উপকরণের দাম পূর্বের চেয়ে এবার অনেক বেশি। ভালো মজুরি পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। দেবী দুর্গার অন্যান্য অস্ত্রের মধ্যে প্রধান অস্ত্র ত্রিশুল আর বহন সিংহ। এই দেবীর আগমণীতে প্রত্যেক সনাতনীর মনেই উৎসবের আমেজ বইছে।


দুর্গোৎসবকে ঘিরে মার্কেটগুলোতেও জামা কাপড় ও অন্যান্য কেনাকাটায় মেতে উঠেছেন সনাতনী নারী-পুরুষ ও শিশুরা। তবে সারা বছর পূজার এই সময়কুটুতে মহা আনন্দের জন্য অপেক্ষায় থাকলেও এবার তাদের মনে দেশের সার্বিক পরিস্থিতিতে অনেকটা শংকা রয়েছে।


নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, নিবিঘ্নে পূজা করতে জেলার সকল পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com