
আওয়ামী লীগ সরকারের পতনের পর সরিষাবাড়ী বাসটার্মিনাল বিএনপির নামধারীরা কৌশলে দখলে নিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। বাস টার্মিনালটি প্রকৃত শ্রমিদের নিয়ন্ত্রণে না থাকায় বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে ভুক্তভোগী বাস মালিক, শ্রমিক ও ড্রাইভারা।
জানা যায়, সরিষাবাড়ী বাসটার্মিনাল থেকে ঢাকা ও চট্টগ্রাম রোডে ১৫/১৬টির মতো দূরপাল্লার বাস চলাচল করে। গত ৫ আগস্ট এর পর বাসটার্মিনাল থেকে আওয়ামী লীগের সিন্ডিকেট চাঁদাবাজি চক্রটি বিদায় নিলেও একই কায়দায় কৌশলে বাসটার্মিনাল দখলে নিয়ে বিএনপি নামধারী একটি চাঁদাবাজ সিন্ডিকেট।
সরকার পতনের পর শীর্ষস্থানীয় উপজেলা বিএনপির নেতারা বাসটার্মিনালে চাঁদাবাজী বন্ধের ঘোষণা দিলেও তা মানা হচ্ছে না। বাসটার্মিনাল বর্তমানে শ্রমিদের নেই নিয়ন্ত্রণে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শ্রমিকরা সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছিল।
নতুন করে গজিয়ে ওঠা বিএনপি নামধারীরা আব্দুল কাদের তরফদার গংদের মাধ্যমে চাঁদাবাজ সিন্ডিকেটটি প্রতিটি বাস থেকে ২০০/১০০ টাকা করে চাঁদা আদায় করছে। বিষয়টি নিয়ে পত্রিকা নাম প্রকাশ করতে অনিচ্ছুক বাস মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এব্যাপারে আব্দুল কাদের তরফদারের সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, বাসটার্মিনাল এখন কোন চাঁদাবাজি হয় না। শ্রমিকদের নিয়ন্ত্রণেই বাসটার্মিনাল কার্যক্রম চলছে।
তবে চাঁদা দেওয়া কথা স্বীকার করে সাদিয়া বাস মালিক মালিক সোনা মিয়া জানান, আগে জিপি টাকা দিতাম অফিস খরচ ও প্রশাসনসহ চলতো। এখন আমরা ২০০টাকা করে জমা করি। অফিসের খরচের জন্য। তবে বাসটার্মিনাল নিয়ে স্হানীয় বিএনপির লোকজনের গ্রুপিংয় রয়েছে বলে তিনি জানান।
এব্যাপারে অভিযোগ উঠা বাসটার্মিনালের চাঁদাবাজির সাথে জড়িত পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু জানান, বাসটার্মিনালের সাথে আমার সম্পৃক্ততা থাকার প্রশ্নই উঠেনা। ড্রাইভার ও হেলপাররা সমন্বয় করে হয়তো অফিস খরচের জন্য টাকা তুলতে পারে।
এব্যাপারে জামালপুর জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোহন মিয়া জানান, সরিষাবাড়ি বাসটার্মিনাল নিয়ে এখন আমার কোন কিছু বলার নেই। কারা দখলে নিয়ে কারো নাম জানিনা তবে সরিষাবাড়ি লোকেরা জড়িত রয়েছে বলে তিনি জানান।
এব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, বাসটার্মিনালের চাঁদাবাজি ব্যাপারে থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]