
শেরপুরে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনী খাদ্যসামগ্রী বিতরণ করেছে। জেলার পাঁচটি উপজেলাতেই সেনাপ্রধানের নির্দেশে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
ঝিনাইগাতীতে সোমবার (৭ অক্টোবর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বালিয়াগাঁও, পাইকুড়া, রামেরকুড়া, বনকালি, নলকুড়ার গজারীপাড়া, মালিঝিকান্দার দেবউত্তর পাড়া এলাকায় ৩শতাধিক দুর্গতের মাঝে এসব খাদ্যসামগ্রীী বিতরণ করা হয়। এর আগে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দড়িকালিনগর, সারিকালিনগর ও হাতিবান্দা ইউনিয়নের মিরপাড়া এলাকায় দুর্গত দুইশতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
ময়মনসিংহ সেনানিবাসের ১৩ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের লেফটেন্যান্ট জোহায়ের উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া বন্যা দুর্গতের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকে।
নকলা উপজেলায় ১৩ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক বলেন, আমারা আমাদের সাধ্যমত চেষ্টা করছি বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য। সেনাবাহিনীর পক্ষ থেকে শেরপুরে এখন পযন্ত চার হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পোঁছে দেওয়া হয়েছে। যাদের বাসায় রান্না করার ব্যবস্থা নেই, তাদেরকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]