
মোংলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম।
৭ অক্টোবর, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে দুপুরে হিন্দু সম্পদ্রায়ের সাথে মোংলা কেন্দ্রীয় মন্দিরে মতবিনিময় করেন তিনি।
এসময় বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, কেউ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর বা পূজামণ্ডপে হামলা করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে। দলীয় কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরে তার নিজস্ব তহবিল থেকে পূজা কমিটির দায়িত্বশীলদের কাছে অর্থিক সহয়তা করা হয়।
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]