সিংড়ায় সেনাবাহিনীর পূজামণ্ডপ পরির্দশন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৫:৫৭
সিংড়ায় সেনাবাহিনীর পূজামণ্ডপ পরির্দশন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন শারদীয় দুর্গোৎসব অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দির পরির্দশন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এসময় তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলেন এবং পূজা পালনে কোন সমস্যা হলে তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শ দেন।


৭ অক্টোবর, সোমবার দুপুর ১২টায় সিংড়া বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদি ও লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পরির্দশন করেন সেনা সদস্যরা।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হামীম-তাবাসসুম প্রভা, সিংড়া থানা অফিসার ইনর্চাজ মো. আসমাউল হক প্রমুখ।


উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হাওলাদার জানান, সিংড়া উপজেলায় এবার ৮৩টি মণ্ডপে পূজা উদ্‌যাপিত হবে।


বিবার্তা/রাজু/এনএইচ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com