বিরামপুরে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও সুধী সমাবেশ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৪:৫৮
বিরামপুরে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও সুধী সমাবেশ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার তিন জন শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা।


৭ অক্টোবর, সোমবার সকাল ৯ টায় উপজেলার বিরামপুর সরকারি কলেজের অডিটোরিয়াম হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।


সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থী মৃত্যু বরন করেছেন আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করে নেন সেই দোয়া করেন। শহীদদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আল্লাহ তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন সেই দোয়া করেন। সেই সাথে সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের পরিবারের পাশে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিলো এবং ভবিষ্যতে ও থাকবে বলে আশ্বাস দেন।


সভায় একজন শহীদদের মা তার বক্তব্য বলেন, আমার ছেলে দেশের জন্য আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আপনারা সকলে দোয়া তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন! সেই সাথে ধন্যবাদ জানাই জামায়াতে ইসলামীকে তারা প্রথম থেকে আমাদের সাথে কথা বলেছেন, সাহস দিয়েছেন এবং সাধ্যমত আর্থিক সহযোগিতা করছেন। আজ তারা আমাদের এখানে ডেকেছেন এবং আমাদের সাথে মতবিনিময় করেছেন এতে আমরা খুব খুশি।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নায়েবি আমীর ড.এনামুল মুহাদ্দিস, জামায়েত ইসলামির জয়পুরহাট জেলা আমির ড. ফজলুর রাহমান সাঈদ, দিনাজপুর উত্তর জেলা শাখার আমীর অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, হাকিমপুর উপজেলা আমীর মোঃ আমিনুল ইসলাম, হাকিমপুরে ৫ আগস্টে শহিদ শিক্ষার্থী আসাদুজ্জামান সূর্যের বড় ভাই সুজন মিয়া ও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শহীদ শিক্ষার্থী মোহতাসিম ফাহিমের পিতা আব্দুল মালেক, নবাবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিক, নবাবগঞ্জ উপজেলার শহীদ পরিবারের সদস্য সহ, জামায়াতে ইসলামীর যুব বিভাগ, ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা।


মতবিনিময় সভা শেষে ৫ আগস্টে শহিদ হওয়া হাকিমপুর ও নবাবগঞ্জের ৩টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম ও উপস্থিত নেতৃবৃন্দ।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com