
সুনামগঞ্জ—১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বড় ভাই মোশাররফ হোসেন মাসুকদকে চাঁদাবাজির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। মাসুদ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।
গত শনিবার বিকেলে পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের মৃত মঞ্জিল হকের ছেলে মো. আলামিনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, পাইকুরাটি বাজারে স্থানীয় সিএনজি, লেগুনা ও অটোরিকশা শ্রমিক ফেডারেশনের অফিস ঘর রয়েছে। যার সদস্য সংখ্যা ৪০ জনের মতো। মাসুদ তার ছোট ভাই এমপি রতনের প্রভাব খাটিয়ে শ্রমিক ফেডারেশন থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে অফিস বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। যার ফলে ২০১৯ সালের শুরু থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত মাসুদকে ১৫ হাজার টাকা করে চাঁদা দিতে হয়। চলতি বছরের ২৮ জানুয়ারি বিকেল ৩টার দিকে মাসুদ তার লোকজন নিয়ে শ্রমিক ফেডারেশনের অফিস ঘরে যায় এবং চাঁদা দাবি করে। এ সময় মো. আলামিন চাঁদা দিতে অস্বীকার করলে মাসুদ আলামিনের ওপর চড়াও এবং অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ওই সময় আলামিন থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, রবিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]