
চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৬ অক্টোবর, রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে দৈনিক নয়া দিগন্তের জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে যুগান্তরের ফয়সাল মাহাতাব মানিক দায়িত্ব পেয়েছেন।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি চাষী রমজান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ, দপ্তর সম্পাদক আসিম সাঈদ, কোষাধ্যক্ষ বশির আহমেদ, প্রচার, প্রকাশনা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাহিত্য ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান।
কার্যকরী সদস্য-১ শেখ শহিদ, সদস্য-২ নূর আলম, সদস্য-৩ জাহিদুল ইসলাম মামুন, সদস্য-৪ আহমেদ সগীর ও সদস্য-৫ ডি এম মতিয়ার রহমান।
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পদে দায়িত্ব পালন করবেন সাপ্তাহিক জীবননগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম (এস আলম)।
বিবার্তা/আসিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]