ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর, শুক্রবার দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান।
নিহত দুই শিশু হলো পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মোলভি বাড়ির আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (১০) ও একই বাড়ির প্রবাসী ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় দুই শিশু। স্থানীরা তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির করো গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দাগনভূঞা ওসি ইনচার্জ লুৎফুর রহমান বলেন, ‘বাড়ির পাশে একটি মাঠে তারা খেলতে গিয়েছিলো। এই সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]