দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পৌরসভার সাবেক পৌর মেয়রের বাড়িতে দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যায় জড়িত সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের দু'দিনের অভিযানে মামলার অজ্ঞাত চারজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। পরবর্তীতে আসামীদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে আলিহাট ইউনিয়নের হরিহরপুর বাজার থেকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান (৩৫) কে আটক করে পুলিশ। পর হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার আসামি আসাদুজ্জামান উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে। সে হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জানায় পুলিশ।
বিষয়টি বিকেল পাঁচটায় হাকিমপুর থানা অফিসিয়াল পেজে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মোঃ আরিফ হোসেন।
অন্য দিকে গত বুধবার ২ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া গ্রামের তসলিমুর রহমান এর ছেলে ফরিদুল ইসলাম কে আটক করে। আটক ফরিদুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। ওই দিন রাতে পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকার বাবুল মল্লিক এর ছেলে রাজু মল্লিক (৪২) কে আটক করে পুলিশ। আটক রাজু মল্লিক পৌর আওয়ামীলীগের সদস্য। পরে পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার সিরাজ উদ্দিন এর ছেলে জসিম উদ্দিন (৬০) কে আটক করে পুলিশ। আটক জসিম উদ্দিন উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য বলে জানায় পুলিশ। পরে তাদের তিনজন কে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর (হিলি) থানার এসআই ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পৌরসভার সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ওই বাড়ি থেকে পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া গ্রামের আসাদুজ্জামান (সূর্য) ও পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার নাইম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় গত ১৯ আগস্ট আসাদুজ্জামান সূর্যের বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে ২৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৯০-১০০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। হাকিমপুর থানা মামলা নং ০৭।
তিনি আরও বলেন, গোপন সংবাদ মাধ্যমে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিয়া এর দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার ভূক্ত ও অন্য আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গত ২৪ সেপ্টেম্বর হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ নং আসামি সুরুজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]