ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্র আইনে মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সাইদুল ইসলাম ওরফে শাওন'কে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
৪ অক্টোবর, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় সরাইল থানার এএসআই (নিরস্ত্র) গোলাম সামদানী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মৃত হানিফ পাঠান এর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাইল থানার ২০১৪ সালের অস্ত্র আইনের একটি মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ম জজ আদালত এই সাজা প্রদান করেন। বিশেষ ট্রাইঃ মামলা নং- ১৩/২০১৫ জিআর- ৫৯৯/২০১৪ সরাইল থানার মামলা নং- ০৩।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]