
জামালপুর পৌর শহরের ত্রিমোড়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায় জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।
স্থানীয়রা জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা। এসময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিহত হয় অটোরিকশা চালক। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি আমরা। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ নিয়ে আসার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাককে আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]