সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৮:৫২
সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা হায়দার আলী বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, এলাকাবাসীসহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়।


পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, নিহত হায়দার আলী বাবুর ছোট ভাই সোহেল সরকার, ছেলে ইজাজ আহম্মেদ কৌশিক, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার প্রমুখ।


এসময় মানববন্ধনে বক্তারা বলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির তৎকালীন সহ-সভাপতি হায়দার আলী বাবু ২০০৬ সালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামসকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা ময়না। এরপর দলীয় প্রভাব খাটিয়ে মামলা খারিজ করানো হয়। শেখ হাসিনার পতনের পর গত ২৪ সেপ্টেম্বরে হায়দার আলী বাবুর ছেলে ইজাজ আহম্মেদ কৌশিক বাদী হয়ে পুনরায় মামলা দায়ের করেন। বর্তমানে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিএনপি নেতা হায়দার আলী বাবু হত্যার পুনরায় তদন্ত করে হত্যাকারীদের বিচারের দাবি জানান তারা।


বিবার্তা/মোস্তাক/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com